Ridge Bangla

গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৬ অক্টোবর (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন, আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপ হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানিয়েছেন, এদিন প্রায় ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে। এরই অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় হতে যাচ্ছে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করছে কমিশন। এরই ধারাবাহিকতায় গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রথম দফায় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। ওই আলোচনায় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণকারীরা নিরাপত্তা নিশ্চয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তারা বলেন, কার্যকর গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে—প্রস্তুতি থেকে ভোটগ্রহণ এবং ফলাফল প্রকাশ পর্যন্ত—গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, প্রথম দিন অনুষ্ঠিত সংলাপে ১৩ জন সুশীল সমাজের প্রতিনিধি ও ১৫ জন শিক্ষাবিদ অংশগ্রহণ করেছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন