Ridge Bangla

গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে আবার গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। তিনি বলেন, ২০০৮ সালের তথাকথিত নির্বাচন ও ওয়ান ইলেভেনের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তাই সামনে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, অনেক বক্তব্য দেওয়া হয়েছে, এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়। জনগণের কাছে পৌঁছাতে হবে ঘরে ঘরে, শুধু মিটিং নয়, তাদের পাশে দাঁড়াতে হবে। সম্মেলনের মূল স্লোগান হওয়া উচিত ঐক্য, জনগণ ও পুনর্গঠন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগের নাম লুটপাটের সঙ্গে জড়িয়ে আছে। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে, হাজারো মানুষ পঙ্গু হয়েছে। এ ইতিহাস বিস্মৃত হওয়ার নয়। ব্যাংকিং খাত পাঁচ লাখ কোটি টাকার খেলাপি ঋণে জর্জরিত, আর জনগণের অর্থে নির্মাণ সম্ভব হতো ৪০টি পদ্মাসেতু।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের পর এই প্রথম জেলা কমিটির পূর্ণাঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হলো। এ সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার ছয় আসনের ১০ উপজেলা, চার পৌরসভা ও শতাধিক ইউনিয়নে ব্যাপক সাড়া দেখা যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন