Ridge Bangla

গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি জ্বালানি উপদেষ্টার

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে এ তথ্যকে এখনো নিশ্চিতভাবে গ্রহণ করেনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। কিন্তু কর্মীরা দ্রুত কাজে না ফিরলে সেটি সত্য হিসেবে ধরে নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় সেবা। অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে সমিতির কার্যক্রম বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

উপদেষ্টা আরও জানান, “কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ না দিলে আলোচনা সম্ভব নয়। তবে কাজে ফিরলেই যেকোনো সময়ে আলোচনায় বসা যাবে।” তিনি এও জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতির অনুসন্ধানে সাবেক সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ফাওজুল কবির খান বলেন, “শুধু ছুটিই নয়, অনেককে কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ইতিমধ্যে এ ঘটনায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে, তবে এটিকে দুর্বলতা মনে করলে ভুল হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন