জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে বিজয় র্যালির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট দেশের সব থানা ও উপজেলায় বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। এরপর ৬ আগস্ট সব জেলা ও মহানগরে র্যালি বের করা হবে। একই দিন রাজধানী ঢাকায়ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় র্যালি আয়োজন করা হবে।
ঢাকার কেন্দ্রীয় কর্মসূচি সম্পর্কে জানানো হয়, ৬ আগস্ট (বুধবার) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে। এ কর্মসূচি সফল করতে ঢাকাবাসীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। এই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অগ্রসর হচ্ছি। বিজয় র্যালি হবে আমাদের সেই ঐক্যের প্রতীক।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিজয়ের চেতনাকে ছড়িয়ে দিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, র্যালি চলাকালীন দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলের শীর্ষ নেতারা মনে করছেন, এ কর্মসূচি শুধু বিজয় উদযাপন নয়; এটি দেশের গণতন্ত্র পুনর্গঠনে নতুন উদ্যমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।