Ridge Bangla

“গডফাদারদের ধরতে হবে”—কক্সবাজারে মাদকবিরোধী সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদকবিরোধী লড়াইয়ে কেবল বাহক বা ব্যবহারকারীদের নয়, তাদের পেছনে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ” বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, রোহিঙ্গাদের মাধ্যমে কক্সবাজার অঞ্চলে মাদকের প্রবেশ আশঙ্কাজনক হারে বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এলাকাবাসীকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মনোভাব পরিবর্তন করে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, “কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয় বা মব ভায়োলেন্স ঘটায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, চাঁদাবাজি, সহিংসতা বা মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।

এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

আরো পড়ুন