Ridge Bangla

খ্যাতিমান কবি ও সাংবাদিক সৌমিত্র দেব মারা গেছেন

বাংলা সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের প্রিয় মুখ, খ্যাতিমান কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব জানান, তিনি কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন সৌমিত্র দেব। তার রচিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে— অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ প্রভৃতি। কবিতায় অবদানের জন্য তিনি ২০০৫ সালে বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক লাভ করেন।

১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন সৌমিত্র দেব। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন এবং সর্বশেষ রেডটাইমস বিডি ডটকমে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সৌমিত্র দেবের মৃত্যুতে দেশের সাহিত্য ও গণমাধ্যম জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। সাহিত্যপ্রেমী ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন