Ridge Bangla

খেলনার পিস্তল ঠেকিয়ে ডাকাতির চেষ্টা, পাবনায় ২ জনকে পুলিশে দিল জনতা

পাবনার সাঁথিয়া উপজেলায় খেলনা পিস্তল ঠেকিয়ে চাল মিলের মালিকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৮ জুলাই) রাতে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর চাউল পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সাঁথিয়ার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের বাসিন্দা জয়নাল আহাম্মেদ সুজন (২৩) ও রাজীব হোসেন (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু সময় পর তারা ‘খান রাইস মিল’ নামক একটি চাল মিলে প্রবেশ করেন। সেখানে মিল মালিক শামসুর রহমানকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা নেওয়ার চেষ্টা করেন তারা।

তবে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

ওসি আনিসুর রহমান জানান, আটক দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন