খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৪৫) নামে যুবদলের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার আঠারো মাইল এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার উথুলি গ্রামের মৃত আবদুল গফ্ফার শেখের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়ভাবে তিনি কীটনাশকের ব্যবসাও করতেন।
পরিবারের সদস্যরা জানান, রাতের এক পর্যায়ে শামীম বাড়ির তৃতীয় তলায় গেলে আর ফেরেননি। পরে সেখানে গিয়ে তাঁকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় যুবদল নেতারা দাবি করেছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।