খুলনায় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাটা এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব গণমাধ্যমকে জানান, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।