Ridge Bangla

খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনার দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে যুবদলের বহিষ্কৃত নেতা মোল্লা মাহবুবুর রহমানকে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, মাহবুব নিজ প্রাইভেট কার পরিষ্কার করছিলেন। এমন সময় মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাকে প্রথমে গুলি করে মাটিতে ফেলে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে মাহবুবের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর আগেও তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। স্থানীয়দের মতে, ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে মাহবুব বেপরোয়া আচরণ করতে শুরু করেন।

ওসি আতাহার আলী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

মাহবুব চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট এলাকায় সংঘর্ষের সময় দা উঁচিয়ে ধাওয়া করার একটি ছবির মাধ্যমে আলোচনায় আসেন। ওই রাতেই তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। তবুও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। নিহত মাহবুব মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার আব্দুল করিম মোল্লার ছেলে।

স্থানীয়রা দাবি করেছেন, এলাকায় এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আরো পড়ুন