Ridge Bangla

খুলনায় দুলাভাইকে কুপিয়ে হত্যা, শ্যালিকা গ্রেপ্তার

খুলনা মহানগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকায় প্রকাশ্যে মো. সবুজ খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নিহতের শ্যালিকা নাজমা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিরা পালিয়ে গেছে। নাজমাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় চায়ের দোকানে অবস্থানকালে নাজমার নেতৃত্বে তার স্বামী, ছেলেসহ কয়েকজন ব্যক্তি সবুজ খানের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহিনুর ও মেয়ে সাথী অভিযোগ করেন, পারিবারিক বিরোধ ও পূর্বের শত্রুতার জেরে নাজমা ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে সবুজ খানকে হত্যা করেছে। তারা জানান, কয়েকদিন আগে এক মারধরের ঘটনায় সবুজ বাধা দিয়েছিলেন, সেই প্রতিশোধেই এই হত্যাকাণ্ড ঘটে।

এর আগে, ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নিহত সবুজ খানের জামাতা মো. বাবু নাজমা বেগমের বিরুদ্ধে সুদ ও মামলাবাজির অভিযোগ আনেন। পুলিশ মনে করছে, সেই বিরোধই হত্যার পেছনের অন্যতম কারণ হতে পারে।

স্থানীয়রা জানান, খালিশপুর বক্কর কলোনি এলাকায় নাজমা ও তার সহযোগীদের নেতৃত্বে একটি মাদক ও সুদ ব্যবসার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরোধিতা করায় সবুজ খানকে ‘পথের কাঁটা’ ভেবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৫

আরো পড়ুন