খুলনায় একই রাতে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রূপসা উপজেলা ও খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রথম ঘটনা ঘটে রাত ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে অভ্যন্তরীণ বিরোধের জেরে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। এতে সাব্বির নামের এক যুবক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই ঘটনায় কাওয়া মিরাজ ও সাদ্দাম নামের আরও দুইজন গুলিবিদ্ধ হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে রাত ১০টার দিকে হরিণটানা থানার দক্ষিণপাড়া এলাকায় বাবলু দত্ত (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। নিহত বাবলু ওই এলাকার অমূল্য দত্তের ছেলে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান ও হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার উভয় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুটি ঘটনাই পূর্বশত্রুতা ও সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটেছে।
ওসি মাহফুজুর বলেন, “রূপসায় সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছি।” হরিণটানার ওসি জানান, “বাবলু দত্ত হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।”
দুটি ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।