আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরামুখী সড়কে ২৯ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে। মেট্রোরেল লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় ইউটিলিটি স্থানান্তরের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞা বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে।
এই সময়ে যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন নিয়ে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য উপযুক্ত বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্মাণধাপ সফলভাবে সম্পন্ন করতে সাময়িক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাতায়াতরতদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।