সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলের কার্যালয় ও মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রেস সম্মেলনে জানানো হয়, জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে নেতাকর্মীদের কেক কাটার মতো অনুষ্ঠানিকতা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিএনপি নেতারা মূলত প্রার্থনা ও দোয়ার মাধ্যমে চেয়ারপারসনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করবেন।
ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দেশে সব পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও স্থানীয় কার্যালয় ও মসজিদে পৃথকভাবে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করবে।
দলের পক্ষ থেকে নেতাকর্মী ও সমর্থকদের বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে, তারা নিজ নিজ এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণ করুন। সংগঠনটি এই কর্মসূচিকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও দলের ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে দেখছে।
রিজভী বলেন, “চেয়ারপার্সনের জন্মদিন আমাদের জন্য শুধুমাত্র উদযাপনের বিষয় নয়, বরং দোয়া ও মিলাদের মাধ্যমে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের জন্য তার অবদানের প্রশংসা জানানোর সুযোগ। নেতাকর্মীরা মিলাদে যোগ দিয়ে দলের ঐক্য ও নৈতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবেন।” বিএনপি এ কর্মসূচিকে দেশের বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ ও সংহতভাবে পালন করার ওপর গুরুত্ব দিয়েছে।