বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালেই ঢাকায় পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, সকাল ৮টা ২০ মিনিটে বিমানটি ঢাকায় অবতরণ করবে।
তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল অ্যাভিয়েশন এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইটসূচি অনুমোদন দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামত পেলে একই দিন রাত ১০টার দিকে খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবে বিমানটি। তবে তাঁর শারীরিক অবস্থা ও মেডিকেল টিমের প্রস্তুতির ওপর সময়সূচি পরিবর্তন হতে পারে।
শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপরই নির্ভর করছে চূড়ান্তভাবে তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। চিকিৎসার প্রতিটি ধাপে মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে জানা গেছে, খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিজনেস জেট। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত এই বিমানটি ট্রান্সকন্টিনেন্টাল ফ্লাইট পরিচালনায় সক্ষম, যা ঢাকা থেকে লন্ডনের সরাসরি মেডিকেল ট্রান্সফারের জন্য যথোপযুক্ত।