বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশে পাঠানোসহ পরিবারের যে কোনো অনুরোধ অনুযায়ী সরকার যথাযথ সহায়তা দিয়ে যাচ্ছে।” তিনি আরও জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সরকার।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ শনিবার বিকেলে গণমাধ্যমে জানান, লন্ডনে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, “চিকিৎসকরা অনুমতি দিলেই যেকোনো সময় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।”
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে আসছেন। তবে সরকার বলছে, চিকিৎসায় কোনো প্রতিবন্ধকতা নেই এবং প্রয়োজনীয় সব সুবিধাই নিশ্চিত করা হয়েছে।