বলিউড ও পাঞ্জাবি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল খাবারে বিষক্রিয়ার কারণে মুম্বাইয়ের এক হাসপাতালে চার দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা করণ বীর মেহরা নিশ্চিত করেছেন, যা ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভারতীয় একটি গণমাধ্যমকে করণ বীর মেহরা জানান, ৪ আগস্ট তিনি হাসপাতালে শেহনাজের সঙ্গে দেখা করেন এবং তখন তার শারীরিক অবস্থা ভালো ছিল না। করণ বলেন, “আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে সময় কাটাচ্ছিলাম, শেহনাজও সেখানে ছিল। পরদিনই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।”
তিনি আরও জানান, চিকিৎসকরা বিষক্রিয়াকে গুরুতর মনে করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। করণ আশা প্রকাশ করেন, পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসার মাধ্যমে শেহনাজ দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি ইনস্টাগ্রামে শেহনাজের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান। ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং হাতে স্যালাইন চলছে।
পাঞ্জাবি বিনোদন জগতে শেহনাজের জনপ্রিয়তা ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ব্যাপক বৃদ্ধি পায়। সেখানে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্কও আলোচনায় আসে। অন্যদিকে, করণ বীর মেহরা বর্তমানে বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন, ওমুং কুমারের পরবর্তী ছবিতে তিনি হর্ষবর্ধন রানে ও সাদিয়া খাতিবের সঙ্গে অভিনয় করবেন। শেহনাজের দ্রুত আরোগ্য কামনায় ভক্ত ও শুভানুধ্যায়ীরা দোয়া করছেন।