Ridge Bangla

খাদ্যে বিষক্রিয়া ও পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী চমক

ছোটপর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক খাদ্যে বিষক্রিয়া ও পরিবেশ দূষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন, যেখানে বিষয়ের প্রতি খোলামেলা মতামত তুলে ধরেন।

চমক লেখেন, “আমরা কেবল ব্যবসার হিসাবটাই দেখি, অথচ দেশের ভেতরে কী ভয়াবহ বিপর্যয় ঘটছে, তা খেয়াল করি না।” তিনি স্মৃতিচারণ করে বলেন, একসময় বাংলার প্রকৃতি নদী, খাল, বিল আর সবুজ মাঠে ভরা ছিল। কিন্তু প্রতিদিন হাজার হাজার টন কীটনাশক ব্যবহারের কারণে আজ সেই মাটি, পানি ও বাতাস ধীরে ধীরে বিষাক্ত হয়ে পড়ছে।

তার মতে, এই বিপর্যয়ের কারণে অদৃশ্য হয়ে যাচ্ছে মৌমাছি, পাখি, মাছসহ জীবনের নীরব সহযোদ্ধারা। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা, যাদের শরীরে ঢুকছে বিষ। আর এই বিষাক্ত ফসলই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হয়ে উঠছে অরক্ষিত ও অনিরাপদ।

চমক আরও লিখেছেন, “আমরা যদি এখনই সচেতন না হই, প্রকৃতিকে ধ্বংস করে শেষ পর্যন্ত আমরাই টিকে থাকতে পারব না। তাই এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি টিকলে মানুষও টিকে থাকবে।”

তার এই পোস্ট ইতিমধ্যেই ভক্ত ও অনুসারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে চমকের বক্তব্যকে সমর্থন জানিয়ে সচেতনতা বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন