বাংলা চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন এক পোশাক শ্রমিক নারী। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার নামে ওই নারী এ মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাশিদা আক্তার ডিপজলের একজন ভক্ত। ২ জুন তিনি গাবতলী গরুর হাটে গরু দেখতে গেলে জানতে পারেন, সেখানে ডিপজল উপস্থিত রয়েছেন। পরে তিনি হাটের অফিসে গিয়ে ডিপজলকে সালাম দিয়ে বলেন, “ভাই, আপনি কেমন আছেন? আমি আপনার বড় ভক্ত।”
তখন ডিপজল তার পিএস ফয়সালকে ধমক দিয়ে বলেন, “এই মহিলা কিভাবে ভিতরে ঢুকলো? বের করে দাও।” বাদী বলেন, তিনি তখন অনুরোধ করেন একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু ডিপজল ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নির্দেশ দেন তাকে বের করে দেওয়ার জন্য। এরপর তাকে টেনে-হিঁচড়ে বাইরে আনা হয়, হাত-পা বেঁধে মারধর করা হয় এবং তার শরীরে এসিড ঢেলে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
এই ঘটনার পর ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও মারধরের ছবি আদালতে উপস্থাপন করেন।
এ বিষয়ে ডিপজলের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে জানা গেছে, এর আগেও ২০১৭ সালে ডিপজলের বিরুদ্ধে চারটি মামলায় দণ্ড হয়েছিল—যার মধ্যে অস্ত্র আইন, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডের মামলা অন্তর্ভুক্ত ছিল। এসব মামলায় তার মোট ৪৫ বছরের কারাদণ্ড হয় এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন।