Ridge Bangla

ক্ষমতাগ্রহণের ২৬ দিন পর প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সে পুনরায় রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। ক্ষমতাগ্রহণের মাত্র ২৬ দিন পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন গত দুই বছরের মধ্যে ফ্রান্সের পঞ্চম প্রধানমন্ত্রী।

রোববার (৫ অক্টোবর) লেকর্নু নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন, যা ছিল পূর্ববর্তী প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রুর মন্ত্রিসভার প্রায় অনুরূপ। এতে জাতীয় সংসদের দলগুলো ব্যাপক সমালোচনা করে সরকারকে অনাস্থা ভোটে ফেলার হুমকি দেয়। এমতাবস্থায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তিনটি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এর মধ্যে রয়েছে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, জাতীয় পরিষদ বিলুপ্ত করে পুনরায় নির্বাচন, অথবা নিজে পদত্যাগ করা। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ম্যাক্রোঁর পদত্যাগের সম্ভাবনা কম, তবে পুনরায় নির্বাচনই এখন সবচেয়ে যৌক্তিক পথ হতে পারে।

অন্যদিকে, বিরোধীদল ন্যাশনাল র্যালির নেতা মারিন লে পেন বলেন, “এই নাটক অনেক হয়েছে, এখন কেবল নির্বাচনের সময়। ফরাসি জনগণ ক্লান্ত।” লেকর্নু তার সংক্ষিপ্ত বিদায়ী ভাষণে বলেন, “সব দলই এমন আচরণ করছে যেন তাদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি আপসের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কেউই ছাড় দিতে চায়নি।”

২০২৪ সালের জুলাই থেকে ফ্রান্সে রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়েছে। ইউরোপীয় সংসদ নির্বাচনে ম্যাক্রোঁর দলের পরাজয়ের পর অনুষ্ঠিত আগাম নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটি এখন গভীর অচলাবস্থায় পড়েছে। লেকর্নুর পদত্যাগের খবরে সোমবার সকালে প্যারিস শেয়ারবাজারে সূচক উল্লেখযোগ্যভাবে পতন ঘটে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন