Ridge Bangla

ক্লাব বিশ্বকাপে ইউরোপ সেরা পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংলিশ জায়ান্ট চেলসি

ইউরোপ সেরা পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ইংলিশ জায়ান্ট চেলসি। রোববার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-কে বিপদে ফেলে চেলসি ইতিহাস গড়ল। ফাইনালে পিএসজি একপ্রকার পাত্তাই পায়নি।

চেলসির জয়ের নায়ক কোল পালমার। তিনি দুটি গোল করেন এবং অন্য একটি গোলের সুযোগ তৈরি করেন। তার পাশাপাশি বড় অবদান রাখেন গোলরক্ষক রবার্তো সানচেজ। ফাইনালে ছয়টি দুর্দান্ত সেভ দিয়ে তিনি চেলসির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন। পিএসজির আক্রমণভাগ যতই চেষ্টা করুক, সানচেজ ছিলেন অবিচল।

ম্যাচের সব গোল হয় প্রথমার্ধেই। ২২ মিনিটে প্রথম গোলটি করেন কোল পালমার। বাঁ পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৩০ মিনিটে আবারও গোল করেন তিনি, এবার ডিফেন্ডারকে কাটিয়ে একইভাবে বাঁ পায়ে জালে বল জড়ান। ৪৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জোয়াও পেদ্রো, গোলটির প্রস্তুতকারকও ছিলেন পালমার। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও চেলসির নিয়ন্ত্রণে ছিল পুরো খেলা।

উল্লেখযোগ্য যে, চেলসি ২০২২ সালেও ক্লাব বিশ্বকাপ জিতেছিল, তবে সেটি ছিল পুরনো ফরম্যাটে। এবারের ক্লাব বিশ্বকাপ ছিল নতুন কাঠামোয় আয়োজিত, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবগুলো অংশগ্রহণ করেছে। সেই হিসেবে এবারের শিরোপা শুধু ট্রফি নয়, বরং বিশ্ব ফুটবলে চেলসির আধিপত্যের স্পষ্ট ঘোষণা।

আরো পড়ুন