Ridge Bangla

ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান, ঋণের ফাঁদে পড়তে পারেন ৬টি ভুলে

দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। জীবনকে সহজ করলেও অসচেতনভাবে ব্যবহার করলে এটি বড় বোঝায় পরিণত হতে পারে। সামান্য অসতর্কতাই আপনাকে ঋণের ফাঁদে ফেলে দিতে পারে। সময়মতো বিল না দেওয়া, অতিরিক্ত খরচ, একাধিক কার্ড ব্যবহার বা নগদ টাকা তোলার মতো ভুলে ঋণ দ্রুত ফুলে–ফেঁপে ওঠে। তাই সচেতন ব্যবহার জরুরি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড বেশি ব্যবহৃত হয় ১১টি খাতে। এর মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, খুচরা কেনাকাটা, বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, নগদ উত্তোলন, ওষুধ ও ফার্মেসি, পোশাক কেনাকাটা, অর্থ স্থানান্তর, পরিবহন খাতে ব্যয়, ব্যবসায়িক ও পেশাদারি সেবা এবং সরকারি সেবার বিল প্রদান।

বাংলাদেশে ১৯৯৭ সালে তৎকালীন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক প্রথম ক্রেডিট কার্ড সেবা চালু করে। বর্তমানে দেশে প্রায় ৪০টি ব্যাংক এই সেবা দিচ্ছে।

ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সাধারণত এই ছয়টি ভুল করে ঋণের ফাঁদে পড়েন:

১) নানা অফারে ফেঁসে যাওয়া: খরচহীন ইএমআই বা ‘বাই নাউ, পে লেটার’ অফার সব সময় লাভজনক নয়। লুকানো চার্জ ও যৌগিক সুদ ঋণ বাড়ায়।
২) বাজেটের বাইরে খরচ: মাসিক আয়ের ৩০–৩৫ শতাংশের বেশি খরচ এড়িয়ে চলুন। অতিরিক্ত খরচ চাপ বাড়ায়।
৩) একাধিক কার্ডে নির্ভরতা: একাধিক কার্ডে ঋণ এড়িয়ে চলুন, এক কার্ডের ঋণ মেটাতে অন্য কার্ড ব্যবহার বিপজ্জনক।
৪) নগদ টাকা তোলা: এটিএম থেকে টাকা তুললে সঙ্গে সঙ্গে সুদ আরোপ হয়। জরুরি না হলে এড়িয়ে চলুন।
৫) বিল পরিশোধে দেরি: বিলম্বে জরিমানা ও সুদমুক্ত সময় হারানো যায়। সময়মতো পরিশোধ করুন।
৬) শুধু ন্যূনতম পরিশোধ: ন্যূনতম পরিশোধে সুদ বাড়ে। সামর্থ্য অনুযায়ী পূর্ণ পরিশোধ করুন।

সতর্ক ব্যবহার করলে ক্রেডিট কার্ড সুবিধাজনক হলেও, অসতর্ক হলে ঋণের ফাঁদে পড়া খুব সহজ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন