Ridge Bangla

ক্যালিফোর্নিয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে লেমোর নেভাল এয়ার স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া ও আগুন উঠছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়া এফ-৩৫ যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অধীন ছিল। “রাফ রেইডার্স” নামে পরিচিত এই স্কোয়াড্রনটি এফ-৩৫ প্ল্যাটফর্মে পাইলট ও এয়ারক্রুদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। লেমোর নেভাল এয়ার স্টেশন হলো মার্কিন নৌবাহিনীর ওয়েস্ট কোস্টে স্ট্রাইক ফাইটার অপারেশনের প্রধান ঘাঁটি।

বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ছিল এফ-৩৫ ‘লাইটনিং ২’ মডেলের, যা লকহিড মার্টিন নির্মিত। এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যার উন্নত সেন্সর প্রযুক্তি, উচ্চ গতি ও কৌশলগত দক্ষতার কারণে এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। বিশেষভাবে বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য ডিজাইন করা এফ-৩৫সি মডেলও এর অন্তর্ভুক্ত।

আরো পড়ুন