প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন। দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে এটি তার প্রথম জাতীয় স্বীকৃতি।
১৯৯৬ সালে বাংলা সিনেমা বিয়ের ফুল দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রানির। একই বছর মুক্তি পায় বলিউড সিনেমা রাজা কি আয়েগি বরাত। এরপর গুলাম, কুচ কুচ হোতা হ্যায়, ব্ল্যাক, হাম তুম, হিচকি, মর্দানিসহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। জাতীয় পুরস্কার বরাবরই ছিল অধরা—অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।
পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে রানি বলেন, “এটা আমার জন্য অত্যন্ত আবেগের মুহূর্ত। এই সিনেমায় আমার নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়েছি। আমি গভীর কৃতজ্ঞতা জানাই বিচারকদের প্রতি।”
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে এক মায়ের সন্তানের জন্য সংগ্রামের গল্প তুলে ধরা হয়। রানি বলেন, “এই স্বীকৃতি আমি বিশ্বের সব মায়েদের উৎসর্গ করছি। মা হওয়ার পর বুঝেছি, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা নিঃস্বার্থ ও শক্তিশালী।”
পুরস্কারের জন্য প্রযোজক নিখিল আদভানি, মনীশা, মধু এবং পরিচালক অসীমা ছিব্বারের প্রতি কৃতজ্ঞতা জানান রানি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া আমি এখানে পৌঁছাতে পারতাম না। এই জাতীয় পুরস্কার আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।”