Ridge Bangla

ক্যারিয়ারের শুরুতে নায়ককে থাপ্পড় দিয়ে হোটেলে ফিরে কেঁদেছিলেন কাজল

বলিউড অভিনেত্রী কাজল যে রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের, তা অনেকেরই জানা। তবে নব্বইয়ের দশকের শুরুতে তিনি ছিলেন একেবারেই নরম মনের। তার প্রথম সিনেমা ‘বেখুদি’-র শুটিংয়ের এক ঘটনার কথা স্মরণ করে কাজল জানিয়েছেন, তিনি নিজেও শুটিংয়ে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন।

সিনেমার নায়ক হিসেবে ছিলেন কামাল সাদানাহ। এক বিশেষ দৃশ্যে কাজলকে তাঁর গালে চড় মারতে হয়। কিন্তু ক্যামেরা অন হতেই কাজল পিছিয়ে আসতেন এবং কিছুতেই চড় মারতে পারছিলেন না। ফলে রিটেক চলতে থাকল। কাজলের নরম স্বভাবের কারণে পরিচালকও রীতিমতো রেগে যান।

পরিচালক রেগে গিয়ে বলেছিলেন, “তোমার দ্বারা হবে না।” এই কথার পর কাজলের মধ্যে এক ধরনের জেদ জাগে এবং তিনি কামালের গালে চড় মেরে ফেলেন। কাজল এক সাক্ষাৎকারে বলেন, “কামাল খুব ভদ্র ও শান্ত স্বভাবের। আমি ওকে কষ্ট দিতে চাইনি। তবে এতটাই খারাপ লাগছিল যে হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বোঝালেন, এটা শুধু অভিনয়। তাতে আমি আরও বেশি কেঁদেছিলাম।”

এই ঘটনা থেকে স্পষ্ট হয়, বলিউডের পর্দার রগচটা নায়িকাও আসলে নরম হৃদয়ের হতে পারেন। ক্যারিয়ারের প্রথম দিকে কাজল যেমন নরম ছিলেন, তেমনই আজও তার আবেগপ্রবণ দিকটি মানুষের মনে গেঁথে আছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন