ঈদ উপলক্ষে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। বসুন্ধরা টিস্যুর উপস্থাপনায় নির্মিত এ নাটকটি রচনা করেছেন দয়াল সাহা এবং পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ভালোবাসার গভীরতা ও আত্মত্যাগের বার্তা তুলে ধরতে নির্মিত হয়েছে এই নাটক।
নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। গল্পের মূল চরিত্র সাইফ, একজন সৎ ও নীতিবান যুবক, যিনি এমন এক অপরাধের দায় নিজের ঘাড়ে নেন, যা তিনি আদৌ করেননি। উদ্দেশ্য ছিল আয়াত নামের এক তরুণীকে সামাজিক কলঙ্ক থেকে রক্ষা করা।
গল্প মোড় নেয় ভয়াবহ এক ঘটনার মাধ্যমে—দুর্নীতিগ্রস্ত আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করলে, সাইফ সেখানে গিয়ে তাকে রক্ষা করেন। কিন্তু পরিস্থিতি এমন হয় যে সাইফকেই অভিযুক্ত করা হয় এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। তবু সাইফ কোনো প্রতিবাদ না করে নিজেই সব দায় নিয়ে নেন।
নাটকটি নীরব প্রেম, আত্মত্যাগ, সাহসিকতা এবং মানবিক মূল্যবোধের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। ইউটিউবে মুক্তির পর থেকে নাটকটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে হৃদয়ছোঁয়া কাহিনি ও অভিনয়ের জন্য। ঈদের বিনোদনে ভিন্ন স্বাদের নাটক হিসেবে ‘মিথ্যে প্রেমের গল্প’ এখন দেখা যাচ্ছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।