Ridge Bangla

ক্যাটরিনা ছাড়াও ৪০-এর পর মা হয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, ৪২ বছর বয়সে তিনি প্রথমবার মা হতে চলেছেন। যদিও বিয়ের খবর এবং গর্ভধারণের খবর বহুদিন ধরেই আলোচনার বিষয় ছিল, এবার আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশিত হলো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বেশি বয়সে মা হওয়ার কারণে কিছু জটিলতা দেখা দিতে পারে। তাই ক্যাটরিনাকে বিশেষ যত্ন নিতে হচ্ছে। সম্প্রতি মুম্বাইয়ের আলিবাদে দেখা গেছে, স্বামী ভিকি কৌশলে তাকে সাহায্য করছেন, হাত ধরে হাঁটাচলায় সাথ দিচ্ছেন।

কিন্তু বলিউডে ক্যাটরিনা প্রথম নন, বহু অভিনেত্রী চল্লিশের পর মা হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিপাশা বসু ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহের পর ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। অভিনেত্রী শিল্পা শেঠি ৪৫ বছর বয়সে সারোগেসির মাধ্যমে দ্বিতীয়বার মা হন। তার প্রথম সন্তান ভিয়ান জন্মেছিলেন ৩৭ বছর বয়সে। এছাড়াও বিখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ৪৩ বছর বয়সে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে তিন সন্তানের মা হয়েছেন।

এই উদাহরণগুলো দেখায় যে, আধুনিক চিকিৎসা এবং যত্নের মাধ্যমে ৪০-এর পরও মা হওয়া সম্ভব। বলিউডের এই তারকারা প্রমাণ করেছেন যে বয়স শুধু একটি সংখ্যা; সন্তানের সঙ্গে ভালোবাসা এবং দায়িত্ব পালন করাই মূল বিষয়। এই ধরনের খবর নতুন মা হওয়ার আনন্দ এবং আশার বার্তা জোগাচ্ছে নারীদের জন্য, যারা জীবনের পরবর্তী পর্যায়েও মা হওয়ার স্বপ্ন দেখেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন