Ridge Bangla

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: বিএনপি মহাসচিব ফখরুল

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছি, যেসব কার্যক্রম দেশে সহিংসতা সৃষ্টি করেছে, গণতন্ত্র ও অর্থনীতির ক্ষতি করেছে।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা স্পষ্টভাবে বারবার বলেছি, পিআর পদ্ধতির বিপক্ষে। কারণ বাংলাদেশে এর কোনো প্রয়োজন নেই। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের নির্বাচন পদ্ধতি গ্রহণযোগ্য নয়।”

জাতিসংঘ সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতিসংঘ সফর বিষয়ে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় বা ড. ইউনূসের সঙ্গে কোনো আলোচনা হয়নি। কী ভূমিকা থাকবে সেটাও ঠিক হয়নি। তবে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও উত্তরণ প্রসঙ্গ প্রাধান্য পাবে।”

তিনি আরও বলেন, “দেশের সমস্যার সমাধান দেশের মানুষকেই করতে হবে। বাইরের কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই। ইতিহাসে দেখা গেছে, বাংলাদেশের মানুষ নিজেরাই দেশের সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।” বিএনপি মহাসচিব দাবি করেন, “আমরা এখনো দেশের বড় রাজনৈতিক দল এ বিষয়ে কারও সন্দেহ নেই। তবে রাজপথে নেমে সমাধান সম্ভব নয়। আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাই। আমার বিশ্বাস, আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন