অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি বা দলের বক্তব্যে জাতীয় নির্বাচন বন্ধ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে অর্থ মন্ত্রণালয় পদক্ষেপ নেবে, তবে এ ক্ষেত্রে চূড়ান্ত দায়িত্ব রাজনীতিবিদদের ওপরই নির্ভর করবে। “কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে,” তিনি যোগ করেন।
সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন না। কেন এই অনীহা রয়েছে তা খুঁজে বের করতে হবে। স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। সরকারি কর্মচারী ও শিক্ষকদের এই স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচার কার্যক্রম জোরদার করতে হবে, যাতে সাধারণ মানুষ এর উপকারিতা সম্পর্কে জানতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তিগতভাবে স্কিমে যুক্ত হওয়া, লগইন, তথ্য যাচাই, নোটিফিকেশন গ্রহণ এবং নমিনি পরিবর্তনসহ সব কার্যক্রম সম্পন্ন করা যাবে।