গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের ১ হাজার ৬৫৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন। মামলার পরপরই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওয়াবদারহাট এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং সেখানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।”
এর আগে ১৬ জুলাই গোপালগঞ্জ সদরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করেও সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। একই দিনে কোটালীপাড়ার ওয়াবদারহাট এলাকায় বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশি বাধার মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোটালীপাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।