Ridge Bangla

কে এগিয়ে- ‘বরবাদ’ নাকি ‘দাগি’?

borbaad movie

ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে চলছে একাধিক নতুন সিনেমার প্রদর্শনী। সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর’ ও ‘অন্তরাত্মা’। দেশের বিভিন্ন হলে চলছে সিনেমাগুলোর প্রদর্শনী, আর দর্শকদের উপচে পড়া ভিড়ে বোঝা যাচ্ছে এই ঈদে সিনেপ্রেমীদের আগ্রহ কতটা।

বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এবং আফরান নিশো অভিনীত ‘দাগি’। দুটি সিনেমাই তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়েছে দর্শক টানার দিক থেকে।

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার শো ছিল ৩৪টি, যা পঞ্চম দিন থেকে কমে ২৬টিতে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে ‘দাগি’ সিনেমার শো ঈদের প্রথম চার দিনে ছিল ২১টি, যা পঞ্চম দিন থেকে বেড়ে ২৪টিতে উন্নীত হয়েছে।

‘দাগি’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “শুরুর দিন থেকেই দর্শকরা আমাদের ‘দাগি’ সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছেন। চতুর্থ দিন পর্যন্ত আমরা সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় হাউসফুল পেয়েছি। এজন্যই আমি ‘দাগি’ সিনেমাকে সুপার হিট হিসেবে বিবেচনা করছি। পাশাপাশি ‘বরবাদ’ ও ‘জংলি’ সিনেমাও ভালো চলছে। আমি চাই মানুষ সব সিনেমাই উপভোগ করুক।”

এখন দেখার বিষয়- ঈদের ছুটির পরে কোন সিনেমা টিকে থাকবে দর্শকের মনে এবং বক্স অফিসে।

আরো পড়ুন