প্রযুক্তি আধুনিক জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে মানুষের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও উৎপাদন খাতে অগ্রগতি সহজ ও উন্নত করেছে। সঠিক ব্যবহার মানুষকে জ্ঞানার্জন, সৃষ্টিশীল কাজ এবং বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ দেয়। তবে কখনও কখনও এই প্রযুক্তি তারকাদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে ওঠে।
ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকতে নিজেদের ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছবি এবং পোস্ট শেয়ার করেন। তবে এই পোস্টগুলো কখনও কখনও নেতিবাচক প্রতিক্রিয়া বা সাইবার বুলিংয়ের জন্ম দেয়। সম্প্রতি ছোট পর্দার অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্টকে কেন্দ্র করে তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন।
এবার এই বিষয়ে সোচ্চার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছো? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছো? তুমি এত নেতিবাচক কেন? কখনও কি নিজেকে জিজ্ঞেস করেছ ঘুমাতে যাওয়ার আগে—আমি এমন কেন হচ্ছি? কারও খারাপ সময় বা খারাপ স্মৃতি তৈরি করে আমি কী আনন্দ পাচ্ছি?”
সাফা কবির আরও বলেছেন, “যদি এসব প্রশ্ন না করো, তাহলে এখন থেকেই করা শুরু কর। কারণ এভাবে চললে তুমি কখনও একজন ভালো মানুষ হতে পারবে না। নিজের জন্য ভালো মানুষ হও, বিশ্বের জন্য নয়।” তিনি সামাজিক মাধ্যমে মানুষকে বুলিং করা বন্ধ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি আরও দুইটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন এবং অভিনয়ের মাধ্যমে নিজেকে পরিচিত করেছেন। তার এই বার্তা সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার বুলিং মোকাবেলায় গুরুত্ব বহন করছে।