Ridge Bangla

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত হচ্ছে নগদ

মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, “নগদ এখন কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়মকানুন বা তদারকির আওতায় নেই, যা গ্রাহকের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আগের সরকার আমলে ‘নগদ’-এ প্রায় ৬৫০ কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি করা হয়েছিল, যার পেছনে কোনো প্রকৃত অর্থ ছিল না। এই অবৈধ আর্থিক কর্মকাণ্ডে জড়িত বেশ কিছু কর্মকর্তা সরকার পরিবর্তনের সময় পালিয়ে গেলেও, তারা বর্তমানে পুনরায় পদে ফিরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দিলেও একটি একতরফা মামলার রায়ে সেই প্রশাসনের কার্যক্রম স্থগিত হয়ে যায়। এর ফাঁকে নগদের পরিচালনা পর্ষদ না রেখেই একজন অভিযুক্তকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক ও তদন্তকারী কর্মকর্তাদের প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে।

অডিট প্রতিষ্ঠান কেপিএমজির তদন্তেও নগদের আর্থিক অনিয়ম ও নিয়ন্ত্রণহীনতার বিষয়টি উঠে এসেছে।

প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন সম্পন্ন হওয়া সত্ত্বেও ডাক বিভাগ, যারা ‘নগদ’-কে লাইসেন্স প্রদানে সহায়তা করেছিল, এখন আর কোনো প্রশাসনিক দায়িত্ব নিচ্ছে না। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেও প্রতিষ্ঠানটিকে কার্যকরভাবে তদারকি করতে পারছে না।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে গ্রাহকের আমানতের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং সামগ্রিকভাবে আর্থিক খাতে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

আরো পড়ুন