চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে উপজেলার বহু কৃষক ক্ষতির মুখে পড়লেও প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দেখা যায়, সাচার ও বিতারা ইউনিয়নের বুজুরীখোলা, রাগদৈল, দুর্গাপুর, বাইছারা ও বিতারার ঘুগড়াবিলে প্রায় ডজনখানেক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। উপজেলার সবচেয়ে বড় ফসলি মাঠটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকরা বলছেন, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রমের কারণে তারা কৃষি জমি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।
অভিযোগ রয়েছে, পাশবর্তী পাথৈর ইউনিয়নের মিয়াজী বাড়ির পাশে প্রভাবশালী ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তোলেন। একই ইউনিয়নের আটোমোড় বাজারের উত্তর-পশ্চিম পাশেও প্রভাবশালী মহল ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও বিক্রি করছে। এছাড়া কচুয়া উত্তর, সদর দক্ষিণ ও পালাখাল ইউনিয়নের বিভিন্ন মাঠেও একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকবার প্রশাসন অভিযান চালালেও পরবর্তীতে প্রভাবশালী মহল ম্যানেজ করে আবারও কাজ শুরু করে। ফলে বছরের পর বছর এভাবে কৃষিজমি ধ্বংস হচ্ছে। তাদের অভিযোগ, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি ও কিছু সংবাদকর্মীকে ম্যানেজ করেই ড্রেজার মালিকরা দাপটের সঙ্গে অবৈধভাবে বালু তুলছেন। ঐতিহ্যবাহী ঘুগড়াবিল এখন নদীর মতো রূপ নিয়েছে।
তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির বলেন, “উপজেলায় কেউ ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু তুললে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”