Ridge Bangla

কৃষিতে সহায়তা: ৫৪৮ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার

কৃষি উৎপাদন বাড়াতে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে মোট ৫৪৮ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ২৫০ টাকা।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বিএডিসি ও সৌদি আরবের মা আদেনের মধ্যে স্বাক্ষরিত রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি হবে। আন্তর্জাতিক বাজার মূল্যে এ সারের জন্য ব্যয় হবে ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮৩ কোটি ৬২ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৭৮১ ডলার।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম লটে ইউরিয়া সারের জন্য ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ২৫০ ডলার বা ১৬৪ কোটি ৯১ লাখ টাকা। প্রতি টনের দাম নির্ধারিত হয়েছে ৪৪৮ দশমিক ৩৭৫ ডলার।

বৈঠকে আরও জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে কাফকো থেকে মোট ৫ দশমিক ৫০ লাখ টন ইউরিয়া সার কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী, ‘কনভারশন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ প্রকল্পে এলএসটিকে ভিত্তিতে সিমেন্ট প্ল্যান্ট স্থাপন ব্যয় ২০ লাখ ডলার কমানো হয়েছে।

আরো পড়ুন