Ridge Bangla

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির আঘাতে এসআই আহত

কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে বঁটির আঘাতে আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইসরাফিল ইসলাম (৪৮)। শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে পলানবক্রা সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত এসআই ইসরাফিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি হারুন-অর রশিদ (৫০) ও তাঁর ছেলে শাহরিয়া আলম ওরফে প্রণয় (২৫) কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, একটি মামলার আসামি হিসেবে হারুনকে গ্রেপ্তার করতে গেলে তিনি দৌড়ে বাড়ির ভেতরে পালান। পুলিশ অনুসরণ করে তাঁকে সিঁড়িতে ধরলে তাঁর স্ত্রী ও ছেলে বাধা দেন। ছেলে প্রণয় বঁটি দিয়ে এসআই ইসরাফিলকে তিনবার আঘাত করে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের দুটি গভীর জখম রয়েছে ইসরাফিলের পিঠে।

তবে হারুনের শ্যালিকা দাবি করেছেন, যাঁরা হারুনকে ধরতে আসেন, তাঁদের কারও গায়ে পুলিশের পোশাক ছিল না। ফলে তাঁদের সন্ত্রাসী ভেবে ছেলে প্রতিরোধ করে।

এ বিষয়ে ডিবির ওসি মুরাদ হোসেন বলেন, অভিযানের সময় পুলিশ পরিচয় স্পষ্ট ছিল। আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন