Ridge Bangla

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক, জব্দ ১৯৯ কেজি জর্দা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–৪ থেকে চিবানো তামাকজাত দ্রব্য (জর্দা) বহনের অভিযোগে চারজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস বিভাগ। কুয়েতে নিষিদ্ধ ঘোষিত এই পণ্যের মোট ১৯৯ কেজি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে একজন বাংলাদেশির লাগেজ তল্লাশি করে ৪০ কেজি জর্দা পাওয়া যায়। পরদিন আরও তিন বাংলাদেশির কাছ থেকে উদ্ধার করা হয় অতিরিক্ত ১৫৯ কেজি। সব মিলিয়ে ১৯৯ কেজি নিষিদ্ধ তামাক জব্দ করা হয়েছে।

কুয়েতের বিমানবন্দর শুল্ক বিভাগ এক বিবৃতিতে জানায়, জব্দকৃত পণ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চোরাচালান চক্রের পেছনে থাকা অন্যান্য সন্দেহভাজনদের শনাক্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্ত চলছে।

কুয়েত কাস্টমস আরও জানায়, তাদের দেশে এ ধরনের তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রয় এবং ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পণ্য বহন করা হলে যাত্রীদের কারাদণ্ড, জরিমানা বা কুয়েত থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

কুয়েতে বসবাসরত অনেক বাংলাদেশি এই ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন। তারা বলছেন, এমন কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং ভবিষ্যতে কুয়েতে বাংলাদেশিদের ভিসা নীতিতে কড়াকড়ি আসার আশঙ্কা রয়েছে। কেউ কেউ বাংলাদেশ কাস্টমসের নজরদারির দুর্বলতাকেও দায়ী করছেন।

কুয়েত প্রশাসন পুনরায় যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, তাদের কাস্টমস আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন