মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কালিয়া টার্মিনাল ১ ও ২ থেকে ভ্রমণ ভিসার অপব্যবহারের অভিযোগে ১৯৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (অ্যাপকেএস)। আটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এ অভিযান চালানো হয়। অ্যাপকেএস মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন এক সংবাদ সম্মেলনে জানান, মোট ২০০ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অধিকাংশই মালয়েশিয়ায় প্রবেশের সুনির্দিষ্ট যুক্তি দিতে ব্যর্থ হন।
অনেকেই ভুয়া হোটেল বুকিং দেখান, কারও কাছে পর্যাপ্ত রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) ছিল না, কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য দেন বা সন্দেহজনক আচরণ করেন। এ কারণে ‘নট টু ল্যান্ড’ (NTL) নীতির আওতায় এসব ব্যক্তিকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহাপরিচালক আরও জানান, “আটক ব্যক্তিরা ন্যূনতম ভ্রমণ শর্ত পূরণ করতে পারেননি। তাদের স্পষ্ট কোনো ভ্রমণ পরিকল্পনা ছিল না। নিয়ম অনুযায়ী, ফেরত পাঠানোর খরচ সংশ্লিষ্ট এয়ারলাইন্সকেই বহন করতে হবে।”
উল্লেখ্য, মালয়েশিয়ায় ভিসার অপব্যবহার ও অবৈধ অভিবাসন রোধে দেশটি সাম্প্রতিক সময়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বিমানবন্দর, বাস টার্মিনাল, হোটেল ও শহরজুড়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।