কুমিল্লার দেবীদ্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৮ সাংবাদিকসহ ১২ জনকে হামলার শিকার হতে হয়েছে। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায়। আহত সাংবাদিকরা হলেন দৈনিক দিনকালের পারভেজ সরকার, এশিয়ান টিভির নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের মো. আনোয়ার হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার জহিরুল ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পণের মো. শাহজালাল ও এটিএন নিউজের সাইফুল ইসলাম সজিব।
স্থানীয়রা জানান, উপজেলার এলাহাবাদ গ্রামের উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুন ও প্রতিবেশী সাহেব বাড়ির শাহজাহানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সালিশে কোনো সমাধান না হওয়ায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সালিশের আগ মুহূর্তে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে হাকিম মিয়ার চা দোকানে বসেছিলেন। এ সময় শাহজাহানসহ প্রায় ২৫-৩০ জন হামলা চালিয়ে সাংবাদিকদের ওপর লাঠিসোটা, রড ও হাতের বাহু দিয়ে আক্রমণ করে। তারা সশরীরে মারধর করে এবং নগদ, মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়।
হামলায় গুরুতর আহত হন সাংবাদিক সোহরাব হোসেনের পরিবার: বাবা মো. জাকির হোসেন, মা নার্গিস বেগম, স্ত্রী বৃষ্টি আক্তার ও ছোট বোন রুমি আক্তার।
আহত সাংবাদিক ও পরিবারের সদস্যদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেবীদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মাঈনুদ্দিন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি মেম্বার লিটন মিয়া জানান, সালিশ চলাকালীন হামলার ঘটনা ঘটেছে এবং সাংবাদিকদের রক্ষার চেষ্টা করা হয়েছে।