কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত থেকে ২ মণ ২ কেজি (মোট ৮২ কেজি) গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত গাঁজার বোঝা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদকগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ৮২ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৮৭ হাজার টাকা।” তিনি আরও জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সীমান্তে মাদকের প্রবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।