কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকায় সেনাবাহিনীর অভিযানে এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারি।
সেনা সূত্র জানায়, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ২২ বীর ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। সুজামের মোড়ে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে, মোটরসাইকেলের সঙ্গে থাকা বস্তা থেকে এক মণ গাঁজা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ধাওয়া খেয়ে মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়।
অভিযানের নেতৃত্বে থাকা কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি পালিয়ে গেছে, তাকে শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, সীমান্তবর্তী কুড়িগ্রামে মাদক ও চাঁদাবাজি দমন অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।