Ridge Bangla

কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক ২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তি জনতার হাতে আটক হয়েছেন। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া এলাকার নারিকেল তলা মোড় থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আটক ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান এবং খলিলুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করেন। এ সময় তারা ভুক্তভোগীর কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা চালান।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন