কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা চালক বাহার উদ্দিন বানু (৩০), যিনি পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা এবং অটোরিকশার যাত্রী আতিকা (১৫)। আহত তিনজন হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা—তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক সোনাহাট স্থলবন্দরগামী পথে ঘুন্টিঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক বাহার উদ্দিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আতিকাসহ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই আতিকার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা অভিযোগ করেন, সোনাহাট স্থলবন্দর সড়কে অতিরিক্ত ট্রাক চলাচল এবং চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।