ঋণের বকেয়া কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহস্থের পালিত শখের হাঁস জোর করে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মীর বিরুদ্ধে। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) কর্মীর এমন কাণ্ড এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে। স্থানীয় বাসিন্দা হাফিজা খানম টিএমএসএস থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে নিয়মিত কিস্তি হিসেবে সাপ্তাহিক ১,২৫০ টাকা পরিশোধ করে আসছিলেন। গতকাল এনজিওটির মাঠকর্মী ফিরোজ খান ও তার সহযোগী কিস্তি আদায়ে হাফিজা খানমের বাড়িতে আসেন।
ভুক্তভোগী হাফিজা জানান, তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করে পরবর্তী সপ্তাহে পরিশোধের জন্য সময় চান। কিন্তু মাঠকর্মী ফিরোজ খান কিস্তির টাকা দিতে না পারলে তার পরিবর্তে বাড়ির উঠানে দেখা হাঁস দাবি করেন। তিনি এতে অস্বীকৃতি জানিয়ে পাশের বাড়িতে চলে গেলে তার অনুপস্থিতিতে ফিরোজ খান উঠান থেকে জোরপূর্বক একটি চীনা হাঁস ধরে নিয়ে যান। হাফিজা খানমের ভাষ্যমতে, হাঁসটি আমার মেয়ের শখের পোষা ছিল, যার বাজার মূল্য প্রায় দেড় হাজার টাকার বেশি।
এ বিষয়ে অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খান হাঁস নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও দাবি করেন, তিনি ৮০০ টাকা দাম ধরে হাঁসটি কিনে এনেছেন। এনজিওটির ম্যানেজারও একই সুরে কথা বলেন যে, দাম ধরে কিনে আনলে অপরাধের কিছু নেই।
তবে উপজেলা এনজিও সমন্বয় পরিষদ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ঋণের কিস্তির পরিবর্তে কোনো ঋণগ্রহীতার বাড়ি থেকে জোর করে জিনিসপত্র নিয়ে যাওয়া সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।