ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত এবং দশ জনের অধিক আহত হয়েছেন। পূর্ব কিয়েভের লিসোভি এলাকায় একটি বহুতল ভবনে ড্রোন আঘাত হানলে ভবনের বড় অংশ ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, ড্রোনটি ভবনের দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে এবং বিপরীত পাশ দিয়ে বিস্ফোরিত হয়।
রুশ হামলার কয়েক ঘণ্টা পর রাশিয়ার তেল অবকাঠামোতে পাল্টা আঘাত হানে ইউক্রেন। ব্ল্যাক সি উপকূলের নভোরোসিস্কে রাশিয়ার অন্যতম বড় রপ্তানি টার্মিনালে ড্রোন হামলা চালায় ইউক্রেন। শেশকারিস তেল শোধনাগারে আগুন ধরে যায় এবং একটি জাহাজ ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানিয়েছেন, হামলায় একটি জাহাজের তিন নাবিকসহ চারজন আহত হয়েছেন এবং প্রধান তেল ডিপো ও কনটেইনার টার্মিনালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নভোরোসিস্কের মেয়র আন্দ্রেই ক্রাভচেঙ্কো শহরে জরুরি অবস্থা ঘোষণা করেন। রয়টার্স জানায়, হামলার পর সেখানে তেল রপ্তানি স্থগিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতে পাল্টা হামলায় ইউক্রেন দীর্ঘ-পাল্লার “লং নেপচুন” ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যদিও কোন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে তা তিনি জানাননি।