রাতভর বিস্ফোরণ আর গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শুক্রবার (৪ জুলাই) সকালে শহরের আকাশ ধোঁয়ার চাদরে ঢাকা পড়ে যায়, যা রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি বলে নিশ্চিত করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এই হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং কিয়েভের প্রায় সব জেলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, এক রাতে রাশিয়া রেকর্ডসংখ্যক ৫৫০টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—যা এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। শহরের আকাশে ড্রোনের গুঞ্জন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা গুলির শব্দ এবং একের পর এক বিস্ফোরণে আতঙ্কে রাত কাটায় শহরবাসী।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি হতাশ যে পুতিন এখনো যুদ্ধ থামাতে আগ্রহী নন।
অন্যদিকে মস্কো জানিয়েছে, তাদের ‘লক্ষ্য’ অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এ অবস্থায় ইউক্রেনবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। আন্তর্জাতিক মহলেও যুদ্ধ বন্ধে নতুন করে চাপ সৃষ্টির আহ্বান উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, চলমান এই সহিংসতা দেখাচ্ছে, ইউক্রেন যুদ্ধের অবসান এখনও বহু দূরের পথ।