Ridge Bangla

কিডনি দেওয়া বান্ধবীকে আমন্ত্রণ জানানো হয়নি সেলেনার বিয়েতে

মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবী এবং হলিউড অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন সেলেনার বিয়ের কারণে। ২০১৭ সালে শারীরিক অসুস্থতার কারণে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হয়েছিল ‘ব্যাড লায়ার’ খ্যাত শিল্পী সেলেনার। তখন তার জীবন বাঁচাতে ফ্রান্সিয়া রাইসা কিডনি দান করেছিলেন।

সম্প্রতি সেলেনার বিয়ের অনুষ্ঠানে ফ্রান্সিয়াকে দেখা যায়নি। এই ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি কখনও ভাবিনি যে আমার সঙ্গে এমন আচরণ করা হবে। সম্প্রতি আমি যা করেছি, তার পরও আমাকে আমার প্রিয় বন্ধুর বিশেষ দিনে আমন্ত্রণ জানানো হয়নি। এটি হৃদয়বিদারক এবং হতাশাজনক।”

ফ্রান্সিয়া ও সেলেনার সম্পর্ক দীর্ঘদিনের এবং বিশেষভাবে ঘনিষ্ঠ। কিডনি দান করা শুধু স্বাস্থ্যগত ঝুঁকি নয়, এতে রয়েছে মহান ত্যাগ। এই অনুপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। ভক্তরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করেছেন এবং কৌতূহল তৈরি হয়েছে কেন সেলেনা তার জীবন রক্ষাকারী বন্ধুকে বিয়ের বিশেষ দিনে ভুললেন।

সেলেনা গোমেজ এখনও এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। ফলে জনসাধারণে আরও জল্পনা ও গুজব ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, হলিউডের জনপ্রিয় এই তারকা ২৭ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ফ্রান্সিয়ার অনুপস্থিতি দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন