বিএনপি সংসদের উচ্চ কিংবা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি সতর্ক করে বলেন, “রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে যদি কেউ পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি তোলে, তাহলে এর ভয়ঙ্কর পরিণতি হবে।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির কোনো প্রস্তাব ছিল না।
তিনি বলেন, “যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন। এটি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এমন সময় আন্দোলন শুরু করা কতটা যৌক্তিক, তা জনগণই মূল্যায়ন করবে।” এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাঠে যে চ্যালেঞ্জ আসবে, তার জবাব মাঠেই দেওয়া হবে। উচ্চ কিংবা নিম্ন—সবক্ষেত্রেই বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে ইশতেহার নিয়ে যাক, ম্যান্ডেট নিয়েই ভাবনা বাস্তবায়ন করুক।”
জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাহী আদেশে নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক দলের নিষিদ্ধকরণের বিষয়টি নির্ধারিত হওয়া উচিত। তিনি সতর্ক করেন, “নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করা হলে তা ভবিষ্যতে ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে।” সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা হলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকেও নিষিদ্ধ করতে হবে, যা জাতীয় ঐক্যকে ভেঙে দেবে। এতে পতিত শক্তি সুযোগ নেবে এবং জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।