আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, খুব শিগগিরই আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড. আসিফ নজরুল বলেন, “আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি। সেই দুঃখ এবার ঘুচবে। খুব শিগগিরই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
তিনি আরও বলেন, “অনেকে মনে করেন ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এ বিষয়ে দ্বিমত পোষণ করি। ওই নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। সাংবাদিকরা যদি খোঁজ নেন, অনেক ভয়াবহ তথ্য বেরিয়ে আসবে।”
আইন উপদেষ্টা জানান, বর্তমান সরকার আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, “হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতসহ প্রায় ১৬ হাজার মামলা প্রত্যাহার হয়েছে। এতে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ মুক্তি পেয়েছেন।”
ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, সরকারের এই সংস্কার কার্যক্রম ভবিষ্যত সরকারগুলোও অব্যাহত রাখবে। তিনি বলেন, “আইন ও বিচারব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা দেশের গণতন্ত্রকে সুসংহত করবে।”