যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬’-এ আবারও দেশসেরা অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে, তালিকায় কিছুটা পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি—গত বছর যেখানে অবস্থান ছিল ৫৫৪তম, এবার তা নেমে এসেছে ৫৮৪তম স্থানে।
বৃহস্পতিবার (১৯ জুন) কিউএস তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে। এতে বিশ্বের ১,৫০১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ থেকে ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে শীর্ষ তিনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU)।
বুয়েট এবারও পূর্বের মতো ৭৬১–৭৭০ অবস্থানে রয়েছে। তবে NSU পিছিয়ে গেছে; এবার তাদের অবস্থান ৯৫১–১০০০ রেঞ্জে, যেখানে গত বছর ছিল ৯০১–৯৫০।
ঢাবির সূচকভিত্তিক স্কোর বিশ্লেষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮.৭০। বিভিন্ন সূচকে স্কোর নিম্নরূপ—
-
একাডেমিক খ্যাতি: ৩০.৫০
-
প্রতি শিক্ষক গবেষণা-উদ্ধৃতি: ৬.৯০
-
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত: ১০.৫০
-
চাকরির ফলাফল: ৯৭.০০
-
চাকরি বাজারে সুনাম: ৫১.৩০
-
আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক: ৫৭.৮০
-
আন্তর্জাতিক শিক্ষক অনুপাত: ২.২০
-
আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত: ১.৪০
-
আন্তর্জাতিক ছাত্র বৈচিত্র্য: ১.৩০
-
টেকসই উন্নয়ন সূচক: ৫৪.২০
তবে আন্তর্জাতিক ফি, স্কলারশিপ, ইংলিশ টেস্ট ও একাডেমিক টেস্ট সূচকে ঢাবির কোনো স্কোর নেই। স্টুডেন্ট মিক্স সূচকে ১০০% দেশীয় শিক্ষার্থী থাকায় আন্তর্জাতিক বৈচিত্র্যের ঘাটতি প্রকট।
বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থান
-
১০০১–১২০০: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
-
১২০১–১৪০০: ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়
-
১৪০০+: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB), চুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB), খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, রুয়েট
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে
বিশ্ব র্যাঙ্কিংয়ে টানা ১৩তম বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)। দ্বিতীয় স্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে অক্সফোর্ড, হার্ভার্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিং পদ্ধতি
QS র্যাঙ্কিং ৯টি সূচকে ১০০ স্কোরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করে, যার মধ্যে রয়েছে— গবেষণা, পাঠদানের মান, চাকরির সুযোগ, বৈশ্বিক সম্পৃক্ততা, টেকসই উন্নয়ন, স্কলারশিপ, স্টুডেন্ট মিক্স, ইংরেজি দক্ষতা ও একাডেমিক মান।
ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও দেশের শীর্ষস্থানে থাকলেও সূচক বিশ্লেষণে বোঝা যায়—বিশ্বমানে পৌঁছাতে গবেষণা, আন্তর্জাতিকীকরণ ও পাঠদানে মানোন্নয়নের সুযোগ এখনও রয়েছে।